|
শিশু প্রতিভাবিকাশ কেন্দ্র |
| |
|
গঠনতন্ত্র |
| |
|
অনুচ্ছেদ ১ |
|
নামকরণ ও দফতর |
১.
নামকরণ
ক.
নাম
ও পদ্ধতি
এ
প্রতিষ্ঠানের নাম ও লেখ্য পদ্ধতি হবে-
শিশু
প্রতিভাবিকাশ কেন্দ্র।
সংক্ষেপে(শিপ্রক)
নামেও একে অভিহিত করা যাবে।
ইংরেজীতে
CHILDMERIT DEVELOPMENT CENTRE
সংক্ষেপে
(CDC)
বলে এই প্রতিষ্ঠান পরিচিত হবে।
খ.
শিশু
এ গঠনতন্ত্রে শিশু বলতে শারীরিকভাবে ১ থেকে ১২
বছরের শিশুকে বোঝাবে।
গ.
প্রতিভাবিকাশ
এ গঠনতন্ত্রে
প্রতিভাবিকাশ বলতে সুপ্ত-প্রতিভার বিকাশ বোঝাবে এবং প্রতিভা ও বিকাশ
একত্রে সমাসবদ্ধ পদ হিসেবে এর লেখ্য রূপ হবে।
ঘ.
কেন্দ্র
এ গঠনতন্ত্রে কেন্দ্র বলতে
শিশু
প্রতিভাবিকাশ কেন্দ্রকে
বোঝাবে।
২.
দফতর
ক.
কেন্দ্রীয় কায্যালয়
শিশু প্রতিভাবিকাশ কেন্দ্রের কেন্দ্রীয় কার্যালয়
হবে:
ভদ্রকান্দা
শিকারীপাড়া নবাবগঞ্জ ঢাকা-১৩২২।
খ.
শাখা
কায্যালয়
নিজ উপজেলার যেকোন গ্রামে এর শাখা কায্যালয় থাকতে
পারে। অন্য কোন উপজেলা বা জেলা শহরের কেন্দ্রে এর কোন শাখা কায্যালয়
থাকবে না। বরং এ প্রতিষ্ঠানকে দৃষ্টান্তস্বরূপ তুলে ধরে অন্য উপজেলা
বা জেলার তরুণদের সৃজনশীল প্রতিষ্ঠান গঠনে উদ্বুদ্ধ করা যেতে পারে। |